দেশজুড়ে

ধুনটে করোনায় কর্মহীনদের পাশে রুপা

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২০ , ৪:১২:০২ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এ্যাড. জান্নাতুল ফেরদৌসী রুপার অর্থায়নে বগুড়ার ধুনট পৌর এলাকায় করোনায় কর্মহীন ১০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
শনিবার সকাল ১১টার দিকে ধুনট পৌরসভার ৫নং ওয়ার্ডের সদরপাড়া এলাকায় কর্মহীন পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেয়াজ, লবন ও সাবান। খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক সুনীল সাহা, সাংবাদিক বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, চিকাশী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শেফালী খাতুন, ধুনট সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাকি খাতুন, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম ইমন ও মহিলা আওয়ামী লীগ নেত্রী কেয়া খাতুন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by