ঢাকা

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননায় গোপালগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরামের প্রতিবাদ সমাবেশ

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২০ , ৫:২৫:১৪ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি:

“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরাম।

সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরাম, গোপালগঞ্জ-এর আয়োজনে শনিবার সকালে গোপালগঞ্জ শেখ মণি অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলামের সঞ্চালনায়, সমাবেশে বক্তব্য রাখেন, বিজ্ঞ জেলা ও দায়েরা জজ অমিত কুমার দে, জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার), সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ড. মহব্বত আলী, শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শশাংক মল্লিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায়, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো.মাহে আলম প্রমুখ। এ সময় স্বাস্থ্যবিধি মেনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আতোয়ার রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গনি, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাছির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাম্মী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ ওসমান গনি, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নেহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আব্দুল্লাহ আল মাসুদ, জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট ফেরদৌস আহম্মদ, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, জেলা এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, সহকারী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাকিরুল ইসলাম, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কে.এম. হাসানুজ্জামান, সহকারী প্রকৌশলী নিলন আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলরাম কুমার মন্ডল, জেলা আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আফজাল হোসেন, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম সহ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বাঙালি জাতির সত্তা, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার মতো গর্হিত কাজে জড়িতদের চিহ্নিত করে দ্রæত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

আরও খবর

Sponsered content

Powered by