শিক্ষা

এসএসসি-এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

  প্রতিনিধি ২৮ মে ২০২১ , ২:৫২:৪৩ প্রিন্ট সংস্করণ

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। শুক্রবার (২৮ মে) ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আন্তশিক্ষা বোর্ড এ সিলেবাস প্রকাশ করেছে।

এর আগে বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপরই সিলেবাস দুটি প্রকাশ করল শিক্ষাবোর্ড।

করোনা মহামারির কারণে গত ১৫ মাস সরাসরি শ্রেণিকক্ষে পড়াশোনা হয়নি। তাই ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। ‌

এ সিলেবাস অনুসারে এসএসসি পরীক্ষা হবে ১৫০ দিন পাঠ শেষে। আর এইচএসসি পরীক্ষা  হবে ১৮০ দিন পাঠদান শেষে।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৫০ দিনে শেষ করার মতো করে এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১৮০ দিনে শেষ করার মতো করে এ সিলেবাস তৈরি করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by