রাজশাহী

ধুনটে ২১ রোগীর মাঝে অনুদানের চেক বিতরণ

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৩ , ৫:৪২:২১ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার ধুনট উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সার, কিডনী, থ্যালাসেমিয়া, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ ও প্যারালইসিস রোগে আক্রান্তদের ব্যক্তিদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে ২১জন রোগীর হাতে জনপ্রতি ৫০হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল সনি, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম প্রমুখ। চেক বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আনারপুর গ্রামের এক পরিবারের মাঝে ২ দুই বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।

 

আরও খবর

Sponsered content

Powered by