দেশজুড়ে

ধোবাউড়ায় ব্র্যাক এনসিডি সেন্টারের উদ্বোধন

  প্রতিনিধি ১৯ জুন ২০২১ , ৬:৪৮:৫৩ প্রিন্ট সংস্করণ

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ধোবাউড়ায় ব্র্যাকের এনসিডি সেন্টার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডট্রনিক ফাউন্ডেশন-এর অর্থায়নে এনসিডি সেন্টার গঠন করা হয়েছে। এই সেন্টারের মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উপজেলার অধিবাসীদের সেবা প্রদান করা হবে।

এ পর্যন্ত ৫৭৬ জন রোগীকে স্ক্রিনিং করে ১৯৭ জনকে সম্পূর্ণ বিনামূল্যে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য এই রোগীদের স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরামর্শ দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ রায়হানুল ইসলাম রনি, পরিবার পরিকল্পনা পরিদর্শক এরশাদুল হক, ব্র্যাক প্রধান কার্যালয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডাঃ আরিফুল হক, সিনিয়র সেক্টর স্পেশ্যালিস্ট ডাঃ আসাদুর রহমান, ম্যানেজার ফিল্ড অপারেশন রঞ্জু চন্দ্র সাহা, আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।

আরও খবর

Sponsered content

Powered by