রাজশাহী

নওগাঁয় কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

  প্রতিনিধি ৮ জুলাই ২০২০ , ৭:৫৭:০৩ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় করোনা মহামারীর মহাদুর্যোগে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও পরিচালকদের সহজশর্তে ঋণ, সহজ প্রক্রিয়ায় নিবন্ধন তরান্বিত করা, স্কুলের ঘর ভাড়া, পানি ও বিদ্যুত বিল মওকুফ এবং আগামী ৭ আগস্ট প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নওগাঁ জেলা শাখা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে জেলা এসোসিয়েশনের সভাপতি এসএম আল মুবিন রানার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এরফান আলীর, উপদেষ্টা আবু মুসা তারেক বক্তব্য রাখেন। অপরদিকে একই সংগঠনের নামে শহরের মুক্তির মোড়ে সকাল ১০টায় একই দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি ডা. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ টুটুল প্রমুখ। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন-এর দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by