রাজশাহী

নওগাঁয় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৩

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২১ , ৬:৫৪:২৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

নওগাঁয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে কেডির মোড় জেলা বিএনপির কার্যালয়ে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশ লাঠিপেটা শুরু করলে বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।

এক পর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা আবারও জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিযন্ত্রণে নিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় আশ পাশে দোকানপাটে ব্যাপক ভাংচুর চালায় নেতাকর্মীরা। এতে পুলিশসহ ৩৫ জন আহত হয়েছে।

জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, বিএনপির নেতাকর্মীদের পাল্টা আঘাতে তাদের ৬ জন পুলিশ আহত হয়েছে। অন্যদিকে জেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জানান, তাদের অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত। এর মধ্যে ৭ জন নেতা রাবার বুলেটসহ গুলিবিদ্ধ হয়েছে।

আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মাঝে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

Powered by