রাজশাহী

নওগাঁয় লেডিস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২০ , ৫:৪৪:৫৯ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় শীতার্ত অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের কষ্ট লাঘবে তাদের হাতে কম্বল তুলে দিলেন জেলা প্রশাসকের সহধর্মিনী ও জেলা লেডিস ক্লাবের সভানেত্রী তাহমিনা শারমীন।

শুক্রবার বিকেলে জেলা লেডিস ক্লাবের উদ্যোগে শহরের দয়ালের মোড়ে আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি। এসময় লেডিস ক্লাবের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসকের স্ত্রী জ্যোতিময়ী বর্মন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার স্ত্রী ও লেডিস ক্লাবের সদস্য মাহীম সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) স্ত্রী কামরুন নাহার, এনডিসি রফিকুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন ও শিক্ষকসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।

এসময় জেলা লেডিস ক্লাবের সভানেত্রী বলেন, বতর্মান সরকার প্রতিবন্ধীদের জন্য ভাতাসহ বিভিন্ন প্রনোদনা দিচ্ছে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীদের অনেক মেধা আছে তাদের এই মেধাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ঘটাতে হবে।

 

 

 

আরও খবর

Sponsered content

Powered by