দেশজুড়ে

নবীনগরে পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়ালেন ইউএনও

  প্রতিনিধি ১ মে ২০২০ , ৪:৩৬:৪৫ প্রিন্ট সংস্করণ

নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কর্মহীন পরিবহন শ্রমিকরা দীর্ঘদিন যাবৎ অসহায় জীবন যাপন করছে উক্ত বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের নজরে আসলে তিনি পরিবহন শ্রমিকদের মানবেতর জীবনযাপন এর কথা চিন্তা করে তাৎক্ষণিক মানবিক সহায়তার আওতায় ৩৫ জন পরিবহন শ্রমিকদের ১০ কেজি করে চাউল বিতরণ করেন

ইতিপূর্বেও উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩০ জন পরিবহন শ্রমিকদের মানবিক সহায়তা করেছিলেন মানবিক সহায়তা ১০ কেজি করে চাল পেয়ে পরিবহন শ্রমিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবহন শ্রমিকদের পাশাপাশি  সমাজের ৭০ জন বিভিন্ন হতদরিদ্র অসহায়দের মাঝে মানবিক সহায়তার আওতায় ১০ কেজি করে চাউল বিতরণ করেন

এসময় উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি  মাহবুব আলম লিটন, শিল্পাঙ্গনে সভাপতি  সাংবাদিক  মোহাম্মদ হোসেন শান্তি , নবীনগর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি (পরিবহন সেক্টর) মোহাম্মদ আবু কাওসার সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ

১০ কেজির প্যাকেট সামাজিক দূরত্ব বজায়রেখে প্রত্যেকের হাতে পৌঁছে দেওয়া হয় মহামারী করোনা ভাইরাসের  শুরু থেকেই নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম নবীনগরে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রতিদিনই মানবিক সহায়তা করে আসছেন

আরও খবর

Sponsered content

Powered by