দেশজুড়ে

কক্সবাজারে ২৪ঘন্টায় ১রোহিঙ্গা সহ ২২ জন করোনা শনাক্ত

  প্রতিনিধি ১৭ মে ২০২০ , ৬:০২:৫৯ প্রিন্ট সংস্করণ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রোববার (১৭মে) ১৮৪ জনের টেস্ট করা হয়। এদের মধ্যে ২২ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। এছাড়া কক্সবাজার সদর উপজেলার ১জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকী ১৬১ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। শনাক্ত ২২জন মধ্যে কক্সবাজার সদরে ৯জন, পেকুয়া ১ জন, উখিয়া উপজেলা ৪জন ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৬জন । আর একজন রোহিঙ্গা শরনার্থী। এনিয়ে কক্সবাজার জেলায় রোববার ১৭মে পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৯০ জন।

এদেরমধ্যে চকরিয়া উপজেলায় ৬০ জন, কক্সবাজার সদর উপজেলায় ৫০ জন, পেকুয়া উপজেলায় ২৪ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ২৬ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ৪ জন, কুতুবদিয়া উপজেলায় ২ জন এবং রোহিঙ্গা শরনার্থী ৫জন।

আরও খবর

Sponsered content

Powered by