খেলাধুলা

নিরপেক্ষ ভেন্যু ছাড়া এশিয়া কাপ খেলবে না ভারত

  প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ৫:৩৯:৪৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ  গত মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের আয়োজক ছিল শ্রীলংকা। শ্রীলংকায় আর্থিক সংকটে টালমাটাল অবস্থার কারণে আমিরাতে এশিয়া কাপ আয়োজন করে শ্রীলংকা।  এশিয়া কাপের আগামী আসরের আয়োজক পাকিস্তান। ঘরের মাঠেই এশিয়া কাপ আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সীমান্ত সমস্যার কারণে পাকিস্তানের মাঠে এশিয়া কাপ খেলতে নারাজ ভারত।

মঙ্গলবার অনুষ্ঠিত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ৯১তম বার্ষিক সাধারণ সভার পর বোর্ডের সজিব জয় শাহ বলেন, আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কিনা সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।

ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে না যায় তাহলে এবারের মতো আগামী বছরও এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে।

ভারত সবশেষ ২০০৬ সালে পাকিস্তান সফরে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলে। ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। ২০১২ সালের পর রাজনৈতিক কারণে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ।

আরও খবর

Sponsered content

Powered by