দেশজুড়ে

নেত্রকোনায় ত্রাণ চাওয়ায় মেম্বারের বিরুদ্ধে আহত করার অভিযোগ

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ২:০১:১১ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের হত দরিদ্রদের জন্য ত্রান চাওয়ার কেন্দ্র করে নওয়ানগর গ্রামের মো. মোখলেছুর রহমানকে (৩৫) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের মেম্বার মো. আতিকুর রহমানের বিরুদ্ধে।এই ঘটনা ঘটেছে মঙ্গলবার। আহত মোখলেছুর রহমান নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, সদর উপজেলার নওয়ানগর গ্রামের মোখলেছুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে উপজেলার দুর্গাশ্রম গ্রামের ঠাকুরাকোনা মেম্বার আতিকুর রহমান সাথে বিরোধ  চলে আসছিল। পরে মঙ্গলবার মোখলেছুর রহমানের এলাকার হত দরিদ্ররা ত্রান না পাওয়ায় বিষয়টি মেম্বার আতিকুর রহমানকে জানান। এ নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে একপর্যায়ে মেম্বার আতিকুর রহমান লাঠি দিয়ে পিঠিয়ে ত্রান চাওয়া মোখলেছুর রহমানকে আহত করে। পরে আহত অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে মোখলেছুর রহমান ফ্যাস্টুন নিয়ে দাড়িয়ে প্রতিবাদ জানান।

এ বিষয়ে অভিযোগ মেম্বার আতিকুর রহমান মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ত্রানের জন্য তাকে মারধর করিনি। মোখলেছ আমার ভাতিজা হয়। অন্য কারনে তাকে শাসন করতে গিয়ে স্কেল দিয়ে দুটি বারি দিয়েছে মাত্র।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by