রংপুর

পঞ্চগড় পৌরসভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২১ , ৭:৫৮:০৬ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড় প্রতিনিধি :

১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় পৌরসভার আয়োজনে মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয় হলরুমে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর সচিব মজিবর রহমান, কাউন্সিলর লুৎফর রহমান, হাসানাত মো. হামিদুর রহমান বক্তব্য দেন। ১৯৮৫ সালে পঞ্চগড় পৌরসভা প্রতিষ্ঠার পর এই প্রথম বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করল পৌরসভা। সভায় বক্তারা সাজাপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার দাবি জানান। শেষে বঙ্গবন্ধুসহ পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌর জামে মসজিদের ইমাম সোলায়মান আলী। ।

 

আরও খবর

Sponsered content

Powered by