দেশজুড়ে

পটুয়াখালীতে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে পর্যালোচনা সভা

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২০ , ৫:২২:৫২ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস  (কোভিড১৯) প্রতিরোধ মোকাবেলার লক্ষ্যে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের সচিব বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ সামছুর রহমান

সভায় জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী১আসনের সংসদ সদস্য আলহাজ¦ এ্যাড. শাহজাহান মিয়া, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্ণেল শাহরিয়ার, সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ মোহাম্মদ আবদুল মতিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভিপি আঃ মান্নানপৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার, বাউফল পৌর মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল, পরিবার পরিকল্পনার উপপরিচালক ডাঃ মোঃ তৈয়বুর রহমান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল প্রমুখ

এসময় সকল করোনা ভাইরাস মোকাবেলার সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সকল উপজেলা চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার মেয়র বৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ

সভায় জেলায় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সেবার সুবিধাঅসুবিধা, ত্রান সামগ্রী বন্টনের নিয়মনীতি, মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি সহ আইনশৃঙ্খলা বিষয়ে ব্যাপক আলোচনা হয় এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়

আরও খবর

Sponsered content

Powered by