রংপুর

তেঁতুলিয়ায় সেমিনার ও প্রদর্শনী

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২০ , ৪:১৭:০০ প্রিন্ট সংস্করণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড় তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এনসিএসটি সেল ও বঙ্গবন্ধু ফেলোশিপ ট্রাষ্টের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক’ সেমিনার ও প্রদর্শনী।

রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশার (ভূমি) মাসুদুল হক, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ শাকিল আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেম, মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলামসহ প্রমুখ।

 

আরও খবর

Sponsered content

Powered by