দেশজুড়ে

পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

  প্রতিনিধি ২৩ মে ২০২০ , ৬:৩৫:৫৪ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীর সাবেক পুলিশ কর্মকর্তা মৃত আঃ রাজ্জাক হাওলাদারের ছেলে বর্তমান পুলিশ সদস্য মোঃ সাইফুল রহমান (২৮) কে বিনা কারণে ঘূর্ণিঝর আম্পানের রাতে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের প্রতিবেশি সন্ত্রাসীরা গুরুত্বর আহত অবস্থায় সাইফুল রহমানকে সুবিদখালী হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাটি ঘটেছে ২০মে রাত ৮টার সময় পুলিশ সদস্য সাইফুল রহমানের বাসার সামনে

ঘটনায় সাইফুল রহমানের মা মোসাঃ মাহামুদা বেগম (৫০) বাদী হয়ে মোঃ ইমরান নাজির (২৮), মোঃ মহিবুল্লা(৩০), মোত্তাকিন (২৬) মোঃ জয়নলি কারী (৭৫) কে বিবাদী করে মির্জাগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেন

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা বাদীর পাশের বাড়ির দেলোয়ার খান মাস্টারের বাসার ভাড়াটিয়া বিবাদীদের সাথে তাদের বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে ঘটনার দিন সাইফুল রহমান বৃষ্টির এবং ঘূর্ণিঝড় আম্পানের পানি যাতে তাদের বসত ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে তার জন্য বিবাদীদের ঘরের মাঝখানে ফাকা জায়গায় মাটি দিয়ে বাধ দেওয়ার সময় ১নং বিবাদী ইমরান নাজিরের সাথে কথাকাটাকাটি হয় এক পর্যায়ে ইমরান নাজির সাইফুলের হাতের কোদাল নিয়ে তার মাথার উপর কোপ দিলে মাথার উপরিভাগে লেগে রক্তাক্ত জখম হয় পরে , নং বিবাদী ঘটনাস্থলে এসে সাইফুল রহমানকে লাঠি লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে এবং সাইফুলের গলায় থাকা ১ভরির স্বর্নের চেইন ছিনিয়ে নেয়

এদিকে সাইফুল পুলিশ পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও মামলা নিচ্ছে না থানা কর্মকর্তা বলে অভিযোগ করেছে সাইফুলের পরিবার।  বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানানযেহেতু সে পুলিশ সদস্য তাই বিষয়টি মিমাংসা করার চেষ্টা করছি

রিপোর্ট লেখা পর্যন্ত সাইফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার প্রক্রিয়া চলছে

আরও খবর

Sponsered content

Powered by