রাজশাহী

পত্নীতলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৪:১৫:২০ প্রিন্ট সংস্করণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :

পত্নীতলায় উড়াও দিবসের গুরুত্ব, কারামের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা, আদিবাসী ভাষায় কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ উঁরাও স্টুডেন্ট এসোসিয়েশন (নসা)র সভাপতি জতিন টপ্যর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল গাফফার।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরদা’র সাধারণ সম্পাদক ও নওগাঁ উঁরাও স্টুডেন্ট এসোসিয়েশনের উপদেষ্টা বৈদ্যনাথ টপ্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, পত্নীতলা থানার ইন্সপেক্টর তদন্ত হাবিবুর রহমান, কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা (বিএম) দীপক এক্কা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ বুলবুল চৌধুরী, যুব পরিষদ নওগাঁর উপদেষ্ঠা মোশারফ হোসেন চৌধুরী প্রমুখ।

Powered by