রাজশাহী

পদ্মায় ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২০ , ২:৫৭:০৭ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে শুক্রবার অভিযান চালিয়েছে মৎস দপ্তর। অভিযানে ১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৮ হাজার মিটার দৈর্ঘ্যর ১৬টি কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদ রানা বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সুন্দরপুর ও নারায়নপুর ইউনিয়নে পদ্মায় ৩ ঘন্টাব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে জব্দ নিষিদ্ধ কারেন্ট জাল সুন্দরপুরের টাওয়ারের ঘাটে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দ ১৫ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে নাচোল মৎস বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক আব্দুর রহিম, সদর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন প্রমুখ অংশ নেন।

আরও খবর

Sponsered content

Powered by