রংপুর

পরিবেশ সুরক্ষায় ‘আমরা করব জয়’ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে – মোস্তাফিজুর রহমান এমপি

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২১ , ৮:১৩:৫৯ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আ. লীগের সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, ভারসাম্যমূলক প্রাকৃতিক পরিবেশ পেতে সামাজিক উদ্যোগে ব্যাপকহারে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের কোনো বিকল্প নেই। সেই ধারাতেই পরিবেশ সুরক্ষায় ‘আমরা করব জয়’ সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়তে অগ্রণী ভূমিকা পালন করছে।

ঠিক তাদের মতো করেই প্রাকৃতিক মহামারি থেকে দেশ বাঁচাতে ব্যাপকহারে সবাইকে বৃক্ষরোপণ করতে হবে। শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক সংগঠন ‘আমরা করব জয়’ এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন তিনি। সকাল সাড়ে ৯টায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আহসানুল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন ‘আমরা করব জয়’ সংগঠনটির প্রতিষ্ঠাতা প্লাবন শুভ, মো. সোহেল রানা, দীপশিখা রায় জুই, প্রেমা দাস, জাকিরুল ইসলাম, নূর নওশীন তাবস্সুম, আমিনুল ইসলাম, শর্মিলী ছন্দা, রাজিন শ্রেয়াস রুমান, ছবিকুন নাহার মালিহা, মেহবিশ অনন্যা, সিমা আক্তার, শাহরিয়ার আসিফ দিনার প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by