রাজশাহী

পাঁচবিবিতে ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শন করলেন এমপি দুদু

  প্রতিনিধি ২৮ মার্চ ২০২১ , ৫:৩৫:২৪ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের বালিঘাটা ইউপির ফেসকারঘাট পাঁচবিবি-কামদিয়া পাকারাস্তার তুলশীগঙ্গা নদীর উপর নির্মিত ক্ষতিগ্রস্ত সেতুটি সরেজমিনে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাড. সামছুল আলম দুদু এমপি। সেতুটির মাঝে-খানের পিলারের গোড়াসহ বিভিন্ন অংশ ভেঙ্গে যায়। ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার সেতুটি ব্যবহারের জন্য বন্ধ করে দেয় এবং সেতুর উভয় পাশে সর্তকীকরণ সাইনবোর্ড ঝুলিয়ে দেন। হালকা যানবাহন ও জনসাধারণের পারাপারের জন্য সাময়ীকভাবে বিকল্প ব্যবস্থাও করেন ইউএনও।

 

পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, সহকারি কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবু, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, পৌর আ.লীগের যুগ্ম-সম্পাদক জিহাদ মন্ডল।

Powered by