খুলনা

পাইকগাছায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৩ , ৪:৩৬:৩৯ প্রিন্ট সংস্করণ

পাইকগাছায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পাইকগাছায় হিম হিম ঠাণ্ডা বাতাস আর ঘন কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা অসহায় দুস্থ নিম্ম আয়ের  মানুষকে বেশি কাবু করছে । শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের একটু উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন।

রবিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলা প্রশাসনের কয়েকটি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে

উপজেলার পাইকগাছা পৌরসভার শিববাটি নদীর চরভরাটি এলাকার ও লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা আবাসন প্রকল্পের দুস্থ ও অসহায় বাসিন্দাদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন বলেন, এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এই উপহার, জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন মহোদয়ের নির্দেশনা মোতাবেক আপনাদের পাশে দাঁড়াতে এই উপহার প্রদান করছি। এ সময় তিনি সরকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিত্তবানদেরও  

সহমর্মিতার হাত বাড়িয়ে এসকল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো 

আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ ও শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা সহ অনেকে। 

আরও খবর

Sponsered content

Powered by