দেশজুড়ে

পাইকগাছার ভুবন মোহিনী বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাঞ্চিত ঘটনায় শিক্ষকদের মানববন্ধন

  প্রতিনিধি ১১ জুন ২০২৩ , ৮:০৬:০৬ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

খুলনার পাইকগাছায় রাড়ুলী ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্চিত করার ঘটনায় মাববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে। গত ৬ জুন বিদ্যালয়ের সভাপতি আরশাদ আলী বিশ্বাস প্রধান শিক্ষককে লাঞ্চিত করে। এনিয়ে উপজেলা প্রশাসন সমাধান করতে না পারায় রোববার দুপুর তিনটায়  উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন করে। শিক্ষক সমিতির উপজেলা সহ সভাপতি গোপাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও এম এম মতিউর রহমানের পরিচালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি রহিমা আফরোজ শম্প্, সুকৃকি মোহন সরকার, সজ্ঞায় কুমার মন্ডল, মধু সুধন সরকার, সম্পাদক, শেখ আব্দুর রহমান, কোষাদক্ষ শহিদুল ইসলাম, অঞ্জলী রানী শীল, নারায়ন চন্দ্র সরকার, মৃনাল কান্তি রায়, আনিছুর রহমান, আমিনুর রহমান,,জি এ গফুর, শুধাংশু মন্ডল, কাত্তিক চন্দ্র সরকার,আজিজুর রহমান, মহিবুল্লাহ, জালাল উদ্দীন, গৌতম কুমার ঘোষ, সাঈদ মনোয়ার, ধ্রবজ্যোতি মিস্ত্রী, পলাশ কান্তি মজুমদার। এ সময় বক্তরা বলেন, সভাপতি আরশাদ আলী বিশ্বাসের এহেন নেককার জনক আচারণে গোটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছে। তার সভপতি বাতিল করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন বক্তরা। মানববন্ধন শেষে শিক্ষরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দিয়েছেন।অপর দিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পাইকগাছা উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by