আন্তর্জাতিক

পাকিস্তানে ভারি বৃষ্টি ও তুষারপাতে ৩৫ জনের মৃত্যু

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৪ , ৩:১০:৩৮ প্রিন্ট সংস্করণ

পাকিস্তানে ভারি বৃষ্টি ও তুষারপাতে ৩৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভারি বৃষ্টি ও তুষারপাতে ২২ শিশুসহ অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রায় এক সপ্তাহ ধরে হিমায়িত বৃষ্টি ও অপ্রত্যাশিত তুষারপাতে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার পাকিস্তানের দুযোর্গ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার থেকে পাকিস্তানের গিলগিট-বালতিস্তান, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছে ২২ জনই শিশু। এছাড়া আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

মার্চ মাসে পাকিস্তানে সাধারণত আর্দ্র আবহাওয়া থাকে। এ সময় এ ধরনের তুষারপাত অপ্রত্যাশিত।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মোশতাক আলী শাহ জলবায়ু পরিবর্তনকে এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য দায়ী করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভারি বর্ষণে অন্তত ১৫০টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং আরও ৫০০ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে। পাহাড়ি এলাকায় ভূমিধসে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। আকস্মিক বন্যায় অসংখ্য রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শত শত ঘরবাড়ি ধসে পড়েছে। অনেক জেলায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by