বরিশাল

পাথরঘাটায় শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২৩ , ৬:৫৯:৪৯ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা বরগুনা প্রতিনিধি :

বরগুনার পাথরঘাটায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। শুক্রবার সকালে পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি পাথরঘাটা পৌর শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, ৩১৫ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষচন্দ্র হালদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ, উপজেলা মহিলা বাস চেয়ারম্যান ফাতেমা পারভীন, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by