খুলনা

পানিবন্দি অর্ধশত পরিবারের দুর্ভোগ চরমে

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২০ , ৮:০৮:২২ প্রিন্ট সংস্করণ

পানিবন্দি অর্ধশত পরিবারের দুর্ভোগ চরমে

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি : গত ১০ বছর যাবত পানিবন্দী জীবনযাত্রা নির্বাহ করা ৫০ টি পরিবার পানিবন্দিতা থেকে মুক্তি পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছে। চলিশিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গ্রামতলা ও নওয়াপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের গাজিপুর গ্রামের মধ্যবর্তী স্থানে এ অবস্থা বিরাজ করছে বর্ষা মৌসুমে। পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। শিশু ও বৃদ্ধদের ঘরে আটকে রাখা হয়েছে। রান্নার কাজ চলছে অন্যত্র। দীর্ঘদিন পানিবন্দি থাকায় ভেঙ্গে পড়েছে কাঁচা ঘর। এই দুটি গ্রামের মধ্য অবস্থিত খাড়েল বিল। সেই বিলে পানির পরিমান প্রায় ৬ ফুট। ভেসে গেছে মৎস্য ঘের ও তলিয়ে গেছে ফসলের ক্ষেত। পানি প্রবাহের কালভার্টের মুখে বাড়ি করায় পানিবন্দি হয়ে পড়েছে পরিবারগুলো। ভুক্তভোগী শরিফ সরদার জানান, গ্রামতলা গ্রামের জনৈক ব্যক্তি পানি প্রবাহের একমাত্র কালভার্টের মুখে মাটি ভরাট করে পাকা বাড়ি নির্মাণ করেন। যার ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এরপর থেকে একটু বৃষ্টি হলেই ৫০ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। তলিয়ে যায় মৎস্য ঘের ও ফসলের ক্ষেত। এই পরিস্থিত থেকে মুক্তি পেতে কয়েকবার ইউএনও, পৌর মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যানের নিকট আবেদন করা হয়েছে। কিন্তু এখনও মুক্তি মেলেনি। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করলে তিনি একটি পরিদর্শন টিম পাঠান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শনে একটি টিম পাঠানো হয়। পরিদর্শন টিমের রিপোর্টর ভিত্তিতে প্রয়োজনিয় পদক্ষেপ নেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by