রংপুর

পায়ে হেঁটে তিন রোভারের ১৫০ কি.মি. পরিভ্রমণ

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২১ , ৫:০৮:৪০ প্রিন্ট সংস্করণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি :

 

মুজিববর্ষে রোভারিং করি, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি, গাছ লাগিয়ে ভরব এ দেশ, তৈরি করবো সুখের পরিবেশ, প্লাস্টিক বর্জন করি, সুন্দর বাংলাদেশ গড়ি এ তিনটি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রেসিডেন্ট’স রোভার স্কাউটস অ্যাওয়ার্ড অর্জনের লক্ষে পরিভ্রমণ ব্যাজ সম্পন্ন করতে তিন রোভারের পায়ে হেঁটে পথচলা শুরু। দিনাজপুরের বিরল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেন্ট মো রাশেদুল ইসলাম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (হাবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেন্ট সাদী চৌধুরী এবং দিনাজপুর ইনিস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (ডিআইএসটি) রোভার স্কাউট গ্রুপের রোভার কারিমুল ইসলাম। গত মঙ্গলবার সকাল ৯ টার দিকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় হতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের উদ্দেশ্যে পায়ে হেঁটে তিন রোভার পথচলা শুরু করেন।
তারা দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে যাত্রা শুরু করে খানসামা, ডোমার, সৈয়দপুর, পাগলাপীর হয়ে ৫ দিনে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রংপুরের বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ে উপস্থিত হয়ে পরিভ্রমন পথযাত্রার সমাপ্তি করবে।

আরও খবর

Sponsered content

Powered by