দেশজুড়ে

পীরগাছায় গরু চুরি আতঙ্ক, গ্রেফতার ২

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২০ , ৫:০৬:১৭ প্রিন্ট সংস্করণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি :

রংপুরের পীরগাছায় গরু চুরি আতঙ্ক বিরাজ করছে। গত এক সপ্তাহে কৃষকের ৮টি গরু খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়ে খোয়া যাওয়া ৩টি গরু উদ্ধারসহ দুই গরু চোরকে গ্রেফতার করেছে। রবিবার বিকালে আটক দুই গরু চোরকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতাররা হলেন উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চালুনিয়া গ্রামের নওয়াব আলীর ছেলে আউয়াল মিয়া ও তালুক পারুল গ্রামের ছাত্তার মিয়ার ছেলে ফরহাদ মিয়া। পীরগাছা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই গরু চোরকে আটক করেন।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে থানার এস আই হুমায়ুন কবিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পবিত্রঝাড় পাঠান পাড়া গ্রামের সাফাত উল্লাহর ছেলে শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শরিফুল ইসলাম পালিয়ে যায়।

গত ১৫দিন ধরে পীরগাছা উপজেলার সর্বত্র গরু চুরি আতঙ্ক বিরাজ করছে। গরু চুরি ঠেকাতে প্রশাসন গভীর রাতে মাইকিং করে কৃষকদের গোয়াল ঘরে থাকাসহ রাত জেঁগে গরু পাহারা দেওয়ার আহবান জানিয়ে আসছেন। পাশাপাশি গরু চুরি ঠেকাতে গ্রাম পুলিশরা তাদের নিজ নিজ এলাকায় রাতভর টহল দিচ্ছেন।

তীব্র শীত ও ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে গরু চোররা বেপরোয়া হয়ে উঠেছেন। পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বলেন, পীরগাছা উপজেলায় আর কোন স্থানে যাতে গরু চুরির ঘটনা না ঘটে সে ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by