রংপুর

পীরগাছায় তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২৮ জুন ২০২০ , ৭:২৭:৪৭ প্রিন্ট সংস্করণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগাছায় তিস্তা নদীর ভাঙনের শিকার ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও চাল বিতরণ করা হয়েছে। এ সময় বন্যার্ত ৬০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় শিশুখাদ্য হিসেবে পুষ্টিকর খাবার। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ছাওলা ইউনিয়ন পরিষদ মাঠে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিবছর তিস্তার ভাঙন ও বন্যার কারণে উপজেলার ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ে। অনেকে মাথা গোঁজার ঠাই খুঁজে পেলেও বেশির ভাগ লোকজন খোলা আকাশের নিচে ও ঝুঁপড়ি ঘর তুলে মানবেতর জীবন যাপন করেন। চলতি মাসে নদী ভাঙনের শিকার ৪০টি পরিবারের মাঝে চেকের মাধ্যমে ৫ হাজার করে টাকা ও ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ ছাড়া গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে এক বান্ডিল করে টিন ও নগদ তিন হাজার টাকা দেওয়া হয়। এ সময় বন্যার্ত ৬০টি পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান উপস্থিত থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল হাকিম প্রমুখ। পরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাওলা ইউনিয়নে তিস্তা নদীর ভাঙন ও বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন।

Powered by