চট্টগ্রাম

পূজামণ্ডপে হামলাকারীদের চরম মূল্য দিতে হবে : স্বপন

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২১ , ৭:১২:৩১ প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও পূজামণ্ডপে হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। পূজামণ্ডপে হামলাকারীদের চরম মূল্য দিতে হবে। 

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনাস্থল পরিদর্শনে শেষে তিনি এসব কথা বলেন।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন আরও বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের বের করা হবে। আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক চেতনার দল। তাই যারা এই সাম্প্রদায়িক বিশৃঙ্খলার জন্য দায়ী তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হবে।

এসময় আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মামুনুর রশীদ কিরণসহ আরও অনেকে।

এর আগে শনিবার (১৬ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। তিনি সনাতন নেতাদের সঙ্গে কথা বলে এ ঘটনার সুুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেন।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, চৌমুহনীর কয়েকটি মন্দিরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় আমাদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করেছি। খুব দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, শুক্রবারের (১৫ অক্টোবর) দুপুরে কুমিল্লার পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার জের ধরে নোয়াখালীর চৌমুহনীতে পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় যতুন সাহা (৪২) নামের একজন নিহত হন। পুলিশ সদস্যসহ আহত হয় ১৮ জন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. শাহ ইমরান।

এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা চলছে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন নাহার ঢাকা পোস্টকে বলেন, শনিবার (১৬ অক্টোবর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চৌমুহনী পৌরসভা এলাকায় জনসাধারণের জানমাল ও আইনশৃঙ্খলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি থাকবে। এ সময়ের মধ্যে পৌর এলাকায় কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ বা গণজমায়েত করা যাবে না। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by