দেশজুড়ে

প্রতিবন্ধী নারীকে ধর্ষণে যুবকের যাবজ্জীবন 

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৩ , ৫:৪০:২০ প্রিন্ট সংস্করণ

প্রতিবন্ধী নারীকে ধর্ষনে যুবকের যাবজ্জীবন

বান্দরবানের বাক্‌প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের দায়ে আলতাছ উদ্দিন (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৫ অক্টোবর) সকালে বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিচারক জেবুন্নাহার আয়শা এই রায় দেন।একই সঙ্গে আসামীকে ১লক্ষ টাকা জরিমান ও অনাদায়ের আরো একবছর কারাদন্ড প্রদান করা হয়।

সত্যতা নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে পাবলিক প্রসিকিউটর এডভোকেট বাসিং থোয়াই।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের কাঠাল ছড়া এলাকার বাসিন্দা জকির আহাম্মদ ছেলে আলতাজ উদ্দিন(৩২)।

আদালত সূত্রে জানা যায়, লামা উপজেলার একই ইউনিয়নের শামুক ছড়ার মুখ এলাকা এক বাক্‌প্রতিবন্ধী নারীকে(৪৩) বিভিন্ন প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন আলতাজ উদ্দিন (৩২) । ২০২১ সালের ১২ ডিসেম্বর বিকালে সাড়ে চারটায় পরিবার অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে বাক্‌প্রতিবন্ধী নারীকে জোড়পূর্বক ভাবে ধর্ষণ করেন। পরে সেখান থেকে আসামী পালিয়ে যান। পরে এই ঘটনায় একই দিনে ওই নারী মা বাদী হয়ে লামা থানায় আলতাজ উদ্দিন কে আসামী করে মামলা করেন।

পুলিশ মামলার তদন্ত শেষে আলতাজ উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে আজ সকালে আদালত এই রায় প্রদান করেন।

বান্দরবান আদালতের কোর্ট ইনচার্জ এস আই মো: আরিফ জানান, রায়ের পর আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by