ভারত

‘প্রথম দফায় ৩০ আসনের মধ্যে ২৬টি জিতবে বিজেপি’

  প্রতিনিধি ২৮ মার্চ ২০২১ , ৫:১৯:০৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে ৩০টি আসনের মধ্যে বিজেপি অন্তত ২৬ আসন পাবে বলে দাবি করেছেন দলটির নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুধু তাই নয়, বিজেপির জয়ের ব্যবধানও বাড়বে বলে জানিয়েছেন তিনি।  রোববার দিল্লিতে দলের সদর দফতরে জানালেন অমিত শাহ এসব দাবি করেন। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রথম দফায় রক্তপাতহীন নিরপেক্ষ নির্বাচন হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এ বিজেপি নেতা।  এদিন তিনি ফের বলেন, পশ্চিমবঙ্গে ২০০- এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।

অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনী সহিংসতার যে ছবি দেখা যায় তা প্রথম দফায় দেখা যায়নি। কোথাও কোনো খুন হয়নি। গুলি চলেনি। বোমা পড়েনি। প্রথম দফায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে রাজ্যে। সেজন্য কমিশনকে ধন্যবাদ জানাই।

পাশাপাশি তৃণমূলের সমালোচনা করতে ভুলেননি তিনি।  বলেন, আসলে ভোটে কারচুপি করতে পারেনি ওরা। এটাই ওদের অভিযোগ। কিন্তু সেটা খোলাখুলি বলতে পারছে না।

আরও খবর

Sponsered content

Powered by