ক্রিকেট

প্রথম বাংলাদেশি হিসেবে যে মাইলফলক গড়লেন তামিম

  প্রতিনিধি ২৩ মে ২০২১ , ৩:১০:২৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামার আগে তামিমের রান ছিল ১৩ হাজার ৯৯৮ রান নিয়ে। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ইসুরু উদানাকে বাউন্ডারি হাঁকিয়ে এই রেকর্ডে নাম লেখান তামিম।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলে ৩৫৬ ম্যাচ খেলেছেন তামিম। ৬৪ টেস্টে ১২৩ ইনিংসে ৪ হাজার ৭৮৮ রান করেছেন। টেস্ট ক্রিকেটে তার হাফসেঞ্চুরি সংখ্যা ৩১টি। এ ছাড়া সেঞ্চুরি আছে ৯টি।

ওয়ানডে ম্যাচ খেলেছেন ২১৪টি। রান করেছেন ৭ হাজার ৪৫২। ওয়ানডেতে তার ৫০টি হাফ সেঞ্চুরি রয়েছে। পাশাপাশি ১৩টি সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে টি-টোয়েন্টি খেলেছেন ৭৮টি। যেখানে তার রান সংখ্যা ১ হাজার ৭৫৮ রান। টি-টোয়েন্টিতে তার সেঞ্চুরি ১টি এবং হাফ সেঞ্চুরির সংখ্যা ৭টি।

আরও খবর

Sponsered content

Powered by