চট্টগ্রাম

প্রবাসে গিয়ে ১ সপ্তাহের মধ্যে লাশ হলেন মিরসরাইয়ের নুরনবী

  প্রতিনিধি ১ মার্চ ২০২৩ , ৫:০৯:৪৭ প্রিন্ট সংস্করণ

মিরসরাই ( চট্রগ্রাম) প্রতিনিধি:

পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে গিয়ে মাত্র ১ সপ্তাহের মধ্যে লাশ হলেন মিরসরাইয়ের এক যুবক। ওই যুবকের নাম নুরনবী (৩৫)। তিনি মিরসরাই উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম কুরুয়া হাজি মনিরুজ্জামান বাড়ির মরহুম আমির হোসেনের ছেলে।

বুধবার ( ১ মার্চ) সকালে বাংলাদেশ সময় ১১টায় ওমানে কর্মক্ষেত্রে যাওয়ার পথে মৃত্যু বরণ করেন।
তিনি মাত্র ৭দিন আগে গত বুধবার ( ২২ ফেব্রুয়ারি) কর্মের সন্ধানে বাংলাদেশ থেকে ওমানে পাড়ি জমান। এক সপ্তাহ পর ১ মার্চ বুধবার সকালে বাসা থেকে কর্মক্ষেত্রে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরিবারের বৃদ্ধ মা, স্ত্রী ও ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে প্রবাসে গিয়ে লাশ হয়েছেন। তার গ্রামের বাড়িতে এখন শোকের মাতম বইছে।
ওমান থেকে একি এলাকার বাবুল জানান, আমরা একই রুমে থাকতাম। সকালে কাজে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার জানায় তার মৃত্যু হয়েছে। নুরনবী মৃতদেহ এখনো হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে ফেরত আনতে কয়েকদিন সময় লেগে যেতে পারে।
স্থানিয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী আফসোস করে বলেন, পরিবারটি অসহায় হয়ে পড়লো। পরিবারের হাল ধরার আর কেউ রইলোনা‌।

Powered by