দেশজুড়ে

ফুলবাড়িয়ায় চাঁদনের মৃত্যুতে সহপাঠীদের মানববন্ধন

  প্রতিনিধি ৩ জুন ২০২০ , ৫:৫৯:৫৪ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র আবির সাফায়েত চাঁদন এর শত্রু পক্ষের চাপে অকাল মৃত্যুর জন্য আমরা সুবিচার চাই ব্যানারে সহপাঠী স্থানীয় ছাত্ররা মানববন্ধন উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তার প্রিয় সহপাঠী বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সামনে ফুলবাড়িয়াময়মনসিংহ সড়কে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তাদের সহপাঠী আবির সাফায়েত চাঁদন ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কৃতিত্বের সাথে পাশ করে। তার জিপিএ.৯৪। তার বাড়ী একই উপজেলার বাক্তা বাজার সংলগ্ন। তাদের বাসা নির্মান নিয়ে পরিবারের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় তার মা গৃহে অবরুদ্ধ হয়। উক্ত ঘটনায় ময়মনসিংহ কোর্টে বাবা মামলা করতে যায়। ঐদিনই এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় তখন চাঁদন বাসায় একাই ছিল। সন্ধ্যা ৭টার সময় বাবা বাসায় এসে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পায়। বাবার দাবী ছেলে চাঁদনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by