দেশজুড়ে

ফুলবাড়িয়ায় ৮৯.৬১ মেট্রিক টন ভিজিডি’র চাল বিতরণ

  প্রতিনিধি ৩ মে ২০২০ , ৪:৪৩:৩২ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়নে মাসিক ৩০ কেজি হারে এপ্রিল মাসের ভিজিডি চাউল বিতরণ শেষ হয়েছে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সময় ভিজিডি চাউল কার্ডধারীরা দারুন খুশি ইতিপূর্বে ভিজিডি চাউল নিয়মিত বিতরণ হতো না কিন্তু দীর্ঘদিন পর ভিজিডি চাউল বিতরণ নিয়মিত করতে প্রশাসন সক্ষম হয়েছে

অফিস সূত্রে জানা গেছে, নাওগাও১৯১টি .৭৩ মে.টন, পুটিজানা২৯৩টি .৭৯ মে.টন, কুশমাইল২৬৯টি .০৭ মে.টন, বালিয়ান২৬১টি .৮৩ মে.টন, দেওখলা২০০টি . মে.টন, ফুলবাড়ীয়া২৮৩ টি .৮৯ মে.টন, বাকতা২০৯টি .২৭ মে.টন, রাঙ্গামাটিয়া১৮০টি .৪০ মে.টন, এনায়েতপুর ১৯৯টি .৯৭ মে.টন, কালাদহ১৬৬টি .৯৮ মে.টন, রাধাকানাই২৯৭টি .৯১ মে.টন, আছিম পাটুলী২৪০টি .২০ মে.টন, ভবানীপুর১৯৯টি .৯৭ মে.টন

মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন পারভীন জানান, ইউএনও স্যারের পরামর্শে দীর্ঘদিন যাবত আমরা ভিজিডি চাউল বিতরণ নিয়মিত করার চেষ্টা করছি কিন্তু জনপ্রতিনিধিদের কাছে অসহযোগিতার জন্য তা সম্ভব হয়ে উঠছিল না তবে চেয়ারম্যান সাহেবরা সহযোগিতা করায় এপ্রিল মাস হতে আমরা চাউল বিতরণ নিয়মিত করতে সক্ষম হয়েছি

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক বলেন, এখন প্রায় নিয়মিত চাউল উঠানো হচ্ছে এবং বিতরণ হচ্ছে এতে কার্ডধারীরা সুফল পাচ্ছে

আরও খবর

Sponsered content

Powered by