ময়মনসিংহ

বকশীগঞ্জে অপহরণের ১১ দিন পর বাবা কর্তৃক কন্যা উদ্ধার

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২২ , ৭:৫৩:৩৬ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধ:

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহর থেকে অপহরনের ১১ দিন পর কিশোরীর বাবা অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে। ৯ নভেম্বর দিবাগত ভোর রাতে ঢাকার সাভারের বড়দেশী আমীন বাজার থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ওই কিশোরীকে উদ্ধার করেন তার বাবা সোহেল মিয়া। তবে অপহরণকারী আনু মিয়াকে আটক করতে পারেনি।

বকশীগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের পশ্চিমনামাপাড়ার সোহেল মিয়ার ১৩ বছর বয়সী মেয়ে ৩০ অক্টোবর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হয়। বের হওয়ার পরেই বকশীগঞ্জ উপজেলার পুরান টুপকারচর গ্রামের আনু মিয়া(৩৫) অন্যান্যদের সহায়তায় ওই কিশোরীকে অপহরণ করে। এর পর থেকেই অপহরণকারী আনু মিয়া ও অপহৃত কিশোরী নিখোজঁ হয়।

এ ঘটনায় ১ নভেম্বর বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা সোহেল মিয়া। ওই অভিযোগে অপহরক আনু মিয়ার বাবা আব্দুল আলী(৬৫)কেও আসামী করেন।

এ নিয়ে দেশের শীর্ষ স্থানীয় সংবাদ মাধ্যম গুলোতে সংবাদ প্রকাশিত হয়।

বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়েরের ১১দিন পর ৯ নভেম্বর ঢাকার সাভারের বড়দেশী আমীন বাজারে ওই কিশোরীর সন্ধ্যান পান অপহৃত কিশোরীর বাবা সোহেল মিয়া। পরে সাভারের বড়দেশী আমীন বাজারের লোকজনের সহায়তায় কিশোরীকে উদ্ধার করে ১০ নভেম্বর বাড়ীতে ফিরেন কিশোরীর বাবা সোহেল মিয়া। তবে একই সাথে অবস্থান করলেও অপহরণকারী আনু মিয়াকে আটক করতে পারেনি কিশোরীর বাবা। বকশীগঞ্জ থানায় অভিযোগ দিলেও উদ্ধার কাজে অপহৃত কিশোরীর পরিবার পুলিশের সহায়তা নেননি।

এব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা বকশীগঞ্জ থানার এসআই ফিরোজ জানান, উদ্ধারের বিষয়টি অবগত হয়েছি। অপহৃত কিশোরীর পরিবারের ইচ্ছানুযায়ি পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by