ময়মনসিংহ

বকশীগঞ্জে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কোমলমতি কিশোরী

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২০ , ৫:৫৪:৫৭ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাসের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক কোমলমতি কিশোরী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত রোববার রাতে বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামে ১৪ বছরের অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে বাল্যবিবাহ দেয়া হচ্ছে এমন সংবাদের ভিওিতে দ্রæত ঘটনাস্থলে সশরীরে উপস্থিত হোন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস। এসময় ঘটনার সত্যতা পাওয়া যায় বাল্যবিবাহের আয়োজন করায় মেয়ের বাবাকে বাল্য বিবাহ নিরোধ আইন- ২০১৭ এ ১০ হাজার টাকা জরিমানা করা হয় সেই সাথে মেয়েকে ১৮ বছরের আগে তিনি বিয়ে দিবেন না এই মর্মে মুচলেকা নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস জানান, গোপন খবরের ভিত্তিতে বিয়েবাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন আমরা আর কবে বোঝতে পারব মেয়ে সন্তান বোঝা নয়, সুযোগ দিলে মেয়েরাও হবে আমাদেরে আশীর্বাদ। বাল্যবিবাহ বন্ধ করতে বকশীগঞ্জ প্রশাসন এখন বদ্ধ পরিকর,যেখানেই বাল্যবিবাহ সেখানেই প্রতিরোধ করবে প্রশাসন।

আরও খবর

Sponsered content

Powered by