ময়মনসিংহ

বকশীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৩ , ৮:৫৯:২৮ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ-

‘এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে উদ্যোগে রবিবার (২৯জানুয়ারি) সকালে হাসপাতাল চত্বরে র‍্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. মোশারফ হোসেন,হাসপাতালের মেডিকেল অফিসার ডা.মুনিম,উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোঃ আব্বাস আলী সহ পদস্থ্য কর্মকার্তা,নাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ কুষ্ঠ মুক্ত হবে। এই লক্ষ্যে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সবধরনের সেবাপ্রাপ্তি সহজতর করা ও হাসপাতাল থেকে সেবা প্রধানে আশ্বস্ত করেন এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের সকল কর্মীরা কুষ্ঠ ও প্রতিবন্ধিতা সম্পর্কে সেবা দিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে সহযোগীতা ও এই রোগ সম্পর্কে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তরা।

আরও খবর

Sponsered content

Powered by