ময়মনসিংহ

বকশীগঞ্জে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২০ , ৮:১০:০০ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কমপ্লেক্সে ফলক উন্মোচন করে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ভিত্তি প্রস্থর স্থাপন কালে উপস্থিত ছিলেন জামালপুর জেলা ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বহী কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার. বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে সারাদেশে বিভিন্ন জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে এই মডেল মসজিদ নির্মিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বকশীগগেঞ্জেও নির্মিত হচ্ছে এ মসজিদ। ১৩ কোটি টাকা প্রাক্কলন মূল্যের বাস্তবায়ন করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তর।

আরও খবর

Sponsered content

Powered by