ময়মনসিংহ

বকশীগঞ্জে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২০ , ৩:২৩:৪৪ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুর বকশীগঞ্জ পৌর শহরে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায় করার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে মাস্ক বিতরণ ও সকলকে মাক্স পরার জন্য সতর্ক করা হয়।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা,পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬(ক) ধারা ও স্থানীয় পৌরসভা আইন ২০০৯ ধারায় ১৬ টি মামলায় ৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান চলাকালে মধ্যে বাজার মোড়ে রাস্তার উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করায় এক ব্যাবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস বলেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

আরও খবর

Sponsered content

Powered by