দেশজুড়ে

বড়াইগ্রামে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:২৬:৩৯ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রামে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলাকৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিতি করার লক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এই মেলার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল, কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপ সহকারী কৃষি কর্মকর্তা হযরত আলী, বনপাড়া পৌর যুবলীগ সভাপতি জাকির হোসেন সরকার ও বিভিন্ন কৃষকসহ নানা শ্রেণি পেশার মানুষ।

মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, কৃষি জাদুঘর, বৈজ্ঞানিক পদ্ধতিতে জৈব সার উৎপাদন প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, ছাদ বাগান, ডিজিটাল কৃষি প্রযুক্তি নামে ১০টি স্টল স্থান পেয়েছে।

মেলায় নৌকার ওপর সজ্জিত শস্যদানা দিয়ে তৈরি বাংলাদেশের পতাকা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য জেলা আ’লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর প্রতিকৃতি ছিল একটি অনন্য প্রদর্শনী।

আরও খবর

Sponsered content

Powered by