দেশজুড়ে

বাগেরহাটে নতুন বইয়ে আনন্দিত শিক্ষার্থীরা

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৪ , ৬:১০:০১ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে নতুন বইয়ে আনন্দিত শিক্ষার্থীরা

বাগেরহাটে উৎসব মুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বই বিতরণ উৎস‌বে মুখ‌রিত শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীরা। সোমবার (১ জানুয়ারি) সকালে শহরের বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী‌দের হা‌তে নতুন বই তু‌লে দিয়েছেন জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলমসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। পরে বাগেরহাট সরকারী বালিকা বিদ্যালয়ে নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিন নতুন বইয়ের মিষ্টি গন্ধে মুখরিত হয়ে উঠে শিক্ষাঙ্গনগুলো। বছ‌রের প্রথম দি‌নে শিক্ষার্থীরা বিনামূল্যে বই পে‌য়ে আ‌নন্দিত।

এদিন বাগেরহাটের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ ৩৫ হাজার ৩৬০টি বই বিতরণ করা হয়। এর মধ্যে প্রাথমিকে ৭ লক্ষ ২৭ হাজার ৩৫৯টি এবং মাধ্যমিক পর্যায়ে ১৬ লক্ষ ৮ হাজার ১টি বই বিতরণ করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ে ২১ লক্ষ ৫১ হাজার ৭৭৮ টি বইয়ের চাহিদা ছিল, সে অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা চাহিদার ৭৫ শতাংশ বই পেয়েছেন। 

জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন  জানান, ২০২৪ সালে বাগেরহাটের ৯ টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে একযোগে বই বিতরণ করা হয়েছে। বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমরাও খুশি। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এই কর্মকর্তা।

আরও খবর

Sponsered content

Powered by