চট্টগ্রাম

বর্তমান সরকারের আমলেই পাহাড়ে অভূত উন্নয়ন হয়েছে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২২ , ৬:৫৮:২২ প্রিন্ট সংস্করণ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :

পাহাড়ে আলো জ্বালাতে ৫ শতাধিক সোলার প্যানেল বিতরণসহ ২৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।
পাহাড়ের দুর্গম অঞ্চলেও আলোকিত হবে বলে মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। পাহাড়ের দুর্গম অঞ্চলের প্রতিটি ঘর সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে। পাহাড়ের কোনো গ্রামই অন্ধকার থাকবে না। সরকার পাহাড়ের মানুষের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। বর্তমান সরকারের আমলে পার্বত্য জনপদ সর্বক্ষেত্রে এগিয়েছে।প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বান্দরবান এলজিইডি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নে ২৬ কোটি টাকার ৯ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৫ শতাধিক সোলার প্যানেল,সেলাই মেশিন,শীতের কম্বল ও ছাগল বিতরণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর ) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা দৌছড়ি ইউনিয়নের কুরিক্ষ্যং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী।
এর আগে এলজিইডির সাড়ে ২৪ কোটি ৩৭ লাখ টাকা,এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১ কোটি ৩২ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এসব প্রকল্প উদ্বোধন শেষে কুরিক্ষ্যং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য বিশাল একজন সভায় যোগ দেন মন্ত্রী।
পার্বত্য মন্ত্রী সভা শেষে অসহায় দুঃস্থ মানুষের মাঝে কম্বল,সৌর বিদ্যুৎ,শীতবস্ত্র ও ছাগল বিতরণ করেন।সভায় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম উন্নমন বোর্ড, সদস্য (বাস্তবায়ন) প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন-আর রশীদ,বান্দরবানের অতিরিক্ত জেলা প্রসাশক ডা:শেখ সাঈদী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গির, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার , পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ,জেলা পরিষদে সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মা, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা,থানার ওসি টানটু সাহা, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু তাহের কোম্পানি ও জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ইমন,ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুল্লাহ দোছড়ি ,ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক থোয়াইচিং চাক সহগণ্যমান্য ব্যক্তিবর্গ

Powered by