দেশজুড়ে

বাগেরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ষাট গম্বুজ মসজিদে

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৪ , ৩:৪৯:৩৫ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ষাট গম্বুজ মসজিদে

প্রতি বছরের মত এবারও বাগেরহাটে ঈদুল ফিতরের প্রধান জামাত ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত ৮টায় এবং সর্বশেষ জামাত সাড়ে ৮টায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাট গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করবেন সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন বলেন, প্রতিবারের মতো এবারও বাগেরহাটে ঈদের প্রধান জামাত ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। ইতি মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ প্রায় শেষের দিকে। ঈদে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।

আরও খবর

Sponsered content

Powered by