বরিশাল

ঝালকাঠির নলছিটিতে সংযোগ ব্রীজের বেহাল দশা

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৬:৩৯:৪৪ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে সংস্কারের অভাবে বেহাল দশা হয়ে পড়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রি ইউনিয়নের বাখরকাঠী ও নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের চৌদ্দবুড়িয়ার সংযোগ ব্রীজটি। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুই ইউনিয়নের হাজারো মানুষের। দুই ইউনিয়নের জনসাধারণের ঝুঁকিপূর্ণ এ ব্রীজটি দিয়ে পারাপারের সময় অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে জানা গেছে। তাই দ্রæত ব্রীজটি মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার রঙ্গশ্রি ইউনিয়নের বাখরকাঠী ও নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের চৌদ্দবুড়িয়া সংযোগ ব্রীজটি প্রায় সতের বছর পূর্বে নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রীজটি এক পর্যায় পারাপারের অনুপযোগী হয়ে পড়ে। ব্রীজটি পার হতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। যাতায়াতের উপযোগী না হলেও নিজেদের চেষ্টায় বাঁশ দিয়ে কোনরকম জোড়াতালি দিয়ে ব্রীজ পার হচ্ছেন বলে তারা জানিয়েছেন। জানা গেছে, দুই ইউনিয়নের হাজারো মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকিপূর্ণ এ ব্রীজের উপর দিয়ে যাতায়াত করে থাকেন। এতে করে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তবে দুই ইউনিয়নের মধ্যবর্তী হওয়ায় কোন ইউপি চেয়ারম্যানই ব্রীজটি সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করেননি বলে স্থানীয়রা অভিযোগ করেন।

আরও খবর

Sponsered content

Powered by