খুলনা

বাগেরহাটে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির সভা

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২১ , ৩:৩৭:১৮ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট প্রতিনিধি:

 

বাগেরহাটে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির যৌথ পরিকল্পনা ও স্থানীয় বেসরকারী খাতে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের করণীয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে রেডি অডিটরিয়ামে পুষ্টি উন্নয়নে অংশগ্রহন মূলক সমন্বিত প্রকল্পের আওতায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন পুষ্টি উন্নয়ন জেলা নাগরিক কমিটির সভাপতি ফরিদা আক্তার ভানু লুচি। বেসরকারী সংস্থাদেও সমন্বয়য়ের জেলার চারটি উপজেলায় কর্মরত পুষ্টির মান উন্নয়নের লক্ষে আয়োজিত সভায় অন্যন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির সহ-সভাপতি ও সদও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, যুগ্ম সাধারন সম্পাদক কল্লোল সরকার,সাংগঠনিক সম্পাদক এ্যাড. লুনা সিদ্দিকী, নির্বাহী সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন , রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী খালেদা হোসেন মুন এ্যাডভোকেসি বিশেষজ্ঞ রোমানা শারমিন, জেলা মোবিলাইজার শরিফুল বাসার, মনিটরিং কর্মকর্তা ত্রিদ্বীপ বিশ্বাস, মোংলা ফ্রেন্ডশীপ প্রতিনিধি মো: আতিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য জেলার চারটি উপজেলায় পুষ্টি উন্নয়নে সমন্বীত প্রকল্পের আওতায় এ পুষ্টি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by