ঢাকা

শীতার্তদের জন্য জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে আশা এনজিও’র কম্বল প্রদান 

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২২ , ৬:১৭:৪১ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে গতবছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের ত্রাণভান্ডারে ৩৫০ পিছ শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করেছে দেশের স্বনামধন্য বেসরকারি এনজিও প্রতিষ্ঠান আশা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নিকট আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করেন আশা’র সহকারী বিভাগীয় ব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. গোলাম কবির, সিনিয়র সহকারী কমিশনার শাহিনুর আক্তার, সহকারী কমিশনার মো. আরিফ হোসেন, সহকারী কমিশনার মো. রেজাউল করিম, আশা’র সিনিয়র জেলা ব্যবস্থাপক মো. মোজাহারুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক আশিষ কুমার মন্ডল, সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মানবিক এ কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আশা এনজিও’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও খবর

Sponsered content

Powered by