ঢাকা

বিজয়ের তিন দিন পর হানাদারমুক্ত হয় গোপালগঞ্জ

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২০ , ১২:১৫:১৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

সারাদেশ যখন বিজয়ের আনন্দে উদ্বেলিত ও আত্মহারা সে সময়েও গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় পাক হানাদাররা যুদ্ধ করে যাচ্ছিল। ১৯ ডিসেম্বর গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া শত্রু মুক্ত হয়। এদিন পাকবাহিনীর দখলে থাকা কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ওয়্যারলেস স্টেশনের মিনি ক্যান্টনমেন্টের পতন ঘটে। এই পতনের মধ্য দিয়ে হানাদার মুক্ত হয় পুরো গোপালগঞ্জ অঞ্চল।

ওই সময় এদিন ভোরে নড়াইল জেলার দিক থেকে ৮ নং সেক্টরের কমান্ডার মেজর মঞ্জুর, নড়াইল জোনের মুক্তিবাহিনীর কমান্ডার ক্যাপ্টেন হুদা, লে. কর্নেল জোয়ান, কামাল সিদ্দিকী, গোপালগঞ্জ ও ফরিদপুরের দিক থেকে ক্যাপ্টেন ইসমত কাদির গামা ও ক্যাপ্টেন বাবুলের নেতৃত্বে মুক্তিবাহিনীর কমান্ডারগণ সম্মিলিতভাবে ভাটিয়াপাড়ার মিনি ক্যান্টনমেন্টে আক্রমণ চালান।

কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড-এর কমান্ডার এনায়েত হোসেন জানান, মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক এ হামলা ও বীরোচিত সাহসী যুদ্ধে অবশেষে ১৯৭১ সালের ১৯ ডিসেম্বর দুপুরের দিকে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যৌথ কমান্ডারের কাছে ৬৫ জন পাকসেনা ও শতাধিক রাজাকার আত্মসর্মপণ করে।

বিজয়ের তিন দিন পর হানাদার মুক্ত হয় কাশিয়ানীর ভাটিয়াপাড়াসহ সমগ্র গোপালগঞ্জ অঞ্চল।

আরও খবর

Sponsered content

Powered by