রংপুর

বেশি বেশি করে গাছ লাগাতে হবে : এমপি গোপাল

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২০ , ৬:২১:০০ প্রিন্ট সংস্করণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শুধু মানুষের বেঁচে থাকার জন্য পরিবেশ গড়ে তুললে হবে না। সৃষ্টির সকল জীবের জন্য আমাদের ভাবতে হবে। তাই মানুষ, সৃষ্টি জীব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। সোমবার
কাহারোলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে দীপ্ত জীবন ফান্ডেশন হাসপাতাল চত্বরে বৃক্ষের চারা রোপণকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেল।

আরও খবর

Sponsered content

Powered by