দেশজুড়ে

ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের পাঠানো ঈদ উপহার হাতে পেয়ে আনন্দিত গোপালগঞ্জের হকারেরা

  প্রতিনিধি ২১ মে ২০২০ , ৬:২৫:০৩ প্রিন্ট সংস্করণ

কে.এম.সাইফুর রহমান, গোপালগঞ্জ : দেশজুড়ে প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র আহবানে সাড়া দিয়ে ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ব্যক্তিগত তহবিল হতে গোপালগঞ্জে অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে করোনা সংকট শুরুর প্রথম দিক থেকেই বিভিন্ন পর্যায়ে এপর্যন্ত  ২৫,০০০ পরিবারের জন্য

নগদ অর্থ (ব্যক্তি বিশেষে) ও খাদ্য সামগ্রী বিতরণ করে পাশে দাঁড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় ব্যারিস্টার শেখ ফজলে নাঈম  গোপালগঞ্জ জেলা শহরের সকল কর্মহীন হকারদের মাঝে ঈদ উপহার (খাদ্যসামগ্রী) পাঠিয়েছেন। 

বৃহস্পতিবার গোপালগঞ্জ প্রেসক্লাবে ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের পক্ষে হকারদের হাতে এ উপহার তুলে দেন সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্লা নিউটন। দীর্ঘদিন কর্মহীন হকারেরা এ উপহার হাতে পেয়ে আনন্দিত হন এবং ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় গোপালগঞ্জ প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, গোপালগঞ্জ প্রেসক্লাবের সদস্য সৈয়দ অছিকুজ্জামান, জয়ন্ত শিরালী, কে.এম.শফিকুর রহমান, নুতন শেখ, কে.এম.সাইফুর রহমান, এস.এম.সাব্বির প্রমুখ উপস্থিত ছিলেন

Powered by